| |
               

মূল পাতা আন্তর্জাতিক ৯ হাজার রুশ সেনাকে হত্যার দাবি ইউক্রেন প্রেসিডেন্টের


৯ হাজার রুশ সেনাকে হত্যার দাবি ইউক্রেন প্রেসিডেন্টের


আন্তর্জাতিক ডেস্ক     04 March, 2022     08:36 AM    


৯ হাজার রুশ সেনাকে হত্যার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (০৩ মার্চ) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর ৯ হাজার সেনা নিহত হয়েছে।

তার দাবি, ইউক্রেনে রুশ বাহিনী ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। সামরিক ও বেসামরিক উভয় দিক থেকেই প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে।  ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, প্রতিরোধের কারণে এখন পর্যন্ত কিয়েভের সরকারের পতন ঘটাতে পারেনি রাশিয়া। এখন থেকে তারা কেবল প্রতিরোধই দেখতে পাবে।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন অভিযানে তাদের ৪৯৮ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তারা বলেছে, এই অভিযানে রাশিয়ার ১ হাজার ৫৯৭ জন আহত হয়েছেন।

একই সঙ্গে রাশিয়া দাবি করেছে, চলমান সামরিক অভিযানে ইউক্রেনের ২ হাজার ৮৭০ সেনা নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৩ হাজার ৭০০ সেনা।

অবশ্য ইউক্রেন এখন পর্যন্ত তাদের সেনাদের হতাহত হওয়ার বিষয়ে কোনো হিসাব দেয়নি। তারা কেবল রুশ সেনাদের হতাহত হওয়ার একটা পরিসংখ্যান নিয়মিত তুলে ধরছে। তবে ইউক্রেনের পরিসংখ্যানের সঙ্গে রুশ সরকারের পরিসংখ্যানের কোনো মিল নেই। 

-পার্সটুডে