রহমত ডেস্ক 02 March, 2022 06:09 PM
গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তারা দুর্নীতি, জনগণের পকেটের পয়সা আত্মসাৎ করায় ব্যস্ত। প্রধানমন্ত্রী বলেছেন, আমি বঙ্গবন্ধুকন্যা আমাকে বিশ্বাস করুন, আমি গ্রহণযোগ্য নির্বাচন আমার সরকারের অধীনে দেব; যা দেশ ও জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে।’ হ্যাঁ আমরা দেখেছি এমন উদাহরণ আপনি সৃষ্টি করেছেন ‘দিনের ভোট রাতে নিয়ে’ যা বিশ্বদরবারে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ন করেছেন। আমরা গণফোরামের পক্ষ থেকে বলতে চাই আমাদের দলীয় স্বার্থে নয়, দেশের স্বার্থে একটা জাতীয় নিরপেক্ষ-নির্দলীয় সরকারের মাধ্যমে আমরা আগামীতে সুষ্ঠু নির্বাচন করব এবং সেখানে দুর্নীতির সঙ্গে যারা সম্পৃক্ত তাদের পরিহার করে স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে আমরা সরকার গঠন করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এই বাংলাদেশের পুনর্জাগরণ করব।
আজ (২ মার্চ) বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও তেল-গ্যাস এবং ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশ শেষে গণফোরাম মিছল নিয়ে শহীদ মিনার অভিমুখে যাত্রা করে। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভার মাধ্যমে মিছিলের সমাপ্তি হয়।
গণফোরাম সাংগঠনিক সম্পাদক রওশন ইয়াজদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গণফোরাম নির্বাহী সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিক, মহসীন রশিদ, সভাপতি পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, লতিফুল বারী হামিম, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, ছাত্র সম্পাদক সানজিদ রহমান শুভ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রহমান বুলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল হামিদ মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক এমএ কাদের মার্শাল, কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম রবি প্রমুখ।