| |
               

মূল পাতা রাজনীতি এদেশে দ্রব্যমূলের চেয়ে মানুষের মূল্য কম : নজরুল ইসলাম


এদেশে দ্রব্যমূলের চেয়ে মানুষের মূল্য কম : নজরুল ইসলাম


রহমত ডেস্ক     02 March, 2022     06:30 PM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় সয়াবিন তেলও এখন কিনতে হবে ফোঁটায় ফোঁটায়। এদেশে দ্রব্যমূল্যের দাম দফায় দফায় বাড়িয়ে সরকারের নেতাকর্মীরা পকেট ভারি করছে। সয়াবিন তেল কিনতে হবে ফোঁটায় ফোঁটায়। এদেশে দ্রব্যমূলের চেয়ে মানুষের মূল্য কম।’

আজ (২ মার্চ) বুধবার দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বগুড়া জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, যুবদল নেতা এম জাহাঙ্গীর হোসেন, জেলার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকট সাইফুল ইসলাম,ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চান, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, বগুড়া-৪ আসনের সাংসদ মোশারফ হোসেন, হামিদুল হক চৌধুরী হিরু প্রমুখ।

নজরুল ইসলাম খান বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ যাদের নির্বাচন কমিশনার করা হয়েছে তারা সবাই সরকারি কর্মকর্তা ছিলেন। তারা সরকারের হুকুম পালন করেছেন। নির্বাচনের ক্ষেত্রেও তারা আওয়ামী লীগ সরকারের হুকুম পালন করবেন। তাদের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ২০১৪ সালে ৩০০ আসনের মধ্যে বিনা ভোটে ১৫৩টিতে জয়লাভ করেছে আওয়ামী লীগ। ২০১৮ সালে রাতের ভোটে ক্ষমতায় এসেছে এ সরকার। না জানি আগামীতে আবার কোন ফন্দি আঁটছে। এ সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের মুক্তি হবে না,গণতন্ত্র মুক্তি পাবে না। সরকারের পতন ঘটাতে হলে রাজপথে লড়াই করতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। এ জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।