| |
               

মূল পাতা রাজনীতি ‘নতুন ইসিকে নির্বাচনের ওপর আস্থা ফিরিয়ে আনতে হবে’


‘নতুন ইসিকে নির্বাচনের ওপর আস্থা ফিরিয়ে আনতে হবে’


রহমত ডেস্ক     28 February, 2022     10:57 AM    


নতুন প্রধান নির্বাচন কমিশনার ও তার সহযোগীরা যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সেখান থেকে তুলে আনতে সক্রিয় হবেন। নতুন নির্বাচর কমিশন-ইসিকে নির্বাচনের ওপর আস্থা ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।  রবিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

তারা বলেন, কোনো ধরনের পক্ষপাতিত্ব বা বিতর্ক সৃষ্টি হতে পারে এমন নির্বাচন তারা পরিচালনা করবেন না। তারা জনগণের আকাঙ্ক্ষিত ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। দেশের মানুষের মধ্যে এখন ভোট দেওয়ার আগ্রহ নেই। নতুন নির্বাচন কমিশন কাজের স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করবেন। অন্যথায় অতীতের নির্বাচন কমিশনের মতো তাদেরও ব্যর্থতার দায় কাঁধে নিতে হবে।