| |
               

মূল পাতা সারাদেশ মাতৃভাষা দিবসে সুবর্ণচরে বনবিভাগের বৃক্ষরোপণ


মাতৃভাষা দিবসে সুবর্ণচরে বনবিভাগের বৃক্ষরোপণ


আরিফ সবুজ, নোয়াখালী প্রতিনিধি     21 February, 2022     04:30 PM    


নোয়াখালীর সুবর্ণচরে বন বিভাগের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১টি স্মারক বৃক্ষরোপণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে সুবর্ণচর বনবিভাগ।

সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে বৃক্ষরোপণ কর্মস‚চির শুভ উদ্বোধন করেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা৷ এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন চৌধুরী বাহার, সহকারী কমিশনার মো: আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো: হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম৷

উপজেলা বন কর্মকর্তা মো: মোশাররফ হোসেনের পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: আজিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মায়দুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম অফিসার মাইন উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এসময় উপজেলা বন কর্মকর্তা জনাব মোশাররফ হোসেন জানান, ২১ শে ফেব্রæয়ারি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২১ টি স্মারক বৃক্ষরোপণের এ ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করে বনবিভাগ ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী সুবর্ণচর