| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব মক্কা ও মদিনায় মসজিদে নামাজের সময় মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা


মক্কা ও মদিনায় মসজিদে নামাজের সময় মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা


মুসলিম বিশ্ব ডেস্ক     20 February, 2022     09:10 PM    


মসজিদে নামাজের সময় মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে মক্কা ও মদিনাতে হজ্জ্ব ও উমরাহ যাত্রীদের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে সৌদি আরবের হজ্জ্ব মন্ত্রণালয়। গাইডলাইনে, মক্কা ও মদিনাতে মসজিদের ভেতরে নামাজ বা আজানের সময় মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তা ‘অনৈতিক’ বলেও সাব্যস্ত করা হয়েছে।

এক টুইট বার্তায় দেশটির সৌদি আরবের হজ্জ্ব মন্ত্রণালয় জানায়, মসজিদে নামাজের সময় যদি কারো মোবাইলে কোনো ধরনের গান বেজে উঠে, তাহলে প্রথমবার তাকে এক হাজার সৌদি রিয়েল জরিমানা করা হবে। পুনরায় একই ঘটনা ঘটলে দুই হাজার সৌদি রিয়েল জরিমানা করা হবে।

এছাড়া মক্কা ও মদিনার মসজিদে কেউ শটস পরে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করলে ৫০০ সৌদি রিয়েল জরিমানা করা হবে।

সূত্র : আরব নিউজ