| |
               

মূল পাতা জাতীয় ইসি গঠনে সার্চ কমিটির ১২-১৩ জনের নাম বাছাই


ইসি গঠনে সার্চ কমিটির ১২-১৩ জনের নাম বাছাই


রহমত ডেস্ক     20 February, 2022     08:08 PM    


প্রধান নির্বাচন কমিশনার-সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার-ইসি নিয়োগের জন্য ১২-১৩ জনের নাম বাছাই করেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। ২২ ফেব্রুয়ারি পরবর্তী বৈঠক করে এদের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করবেন তারা। পরে ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে সে তালিকা জমা দেওয়া হবে। নাম প্রকাশে আমরা বাধ্য নই। নতুন আইনের অধীনে সার্চ কমিটি হওয়ার পর আমরা নিজেদের মধ্যে মোট ছয়টি বৈঠক করেছি। আর সুশীল সমাজের সঙ্গে চারটি বৈঠক করেছি। আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটায় নিজেদের মধ্যে আরেকটি বৈঠক বাকি আছে। সেই বৈঠকের পর আশা রাখছি, আপাতত আমরা আমাদের কাজ শেষ করতে পারবো। আজ (২০ ফেব্রুয়ারি) রবিবার সন্ধ্যা পৌনে ৭টায় সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে এ তথ্য জানান কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এই কমিটিতে আমার সঙ্গে আরও পাঁচ সহকর্মী আছেন। বৈঠক করে আমরা ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করেছিলাম। তারপর বিশিষ্ট সাংবাদিকরা কথা বলতে আগ্রহ প্রকাশ করায় আমরা তাদের সঙ্গেও কথা বলেছি। তারাও কিছু নাম দিয়ে গিয়েছিলেন। আমরা নাম দেওয়ার সময় বাড়িয়েছিলাম। একটি কথা বলেছিলাম, এরপরও কেউ নাম পাঠালে আমরা বিবেচনায় নিবো। সময় বর্ধিত করার পর কিছু রাজনৈতিক দল নাম পাঠিয়েছিল। সব নাম বিবেচনায় নিয়ে আমাদের পঞ্চম সভায় ২০ জনের নাম চূড়ান্ত করেছিলাম। তবে আজকের বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করতে পারিনি। কাছাকাছি এসেছি। আমরা ১২-১৩টি নামের মধ্যে আবার ১০ জনকে খুঁজে বেড়াচ্ছি। আশা করি, আগামী ২২ ফেব্রুয়ারি আমরা সর্বশেষ বৈঠক করে নামের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তা পাঠিয়ে দিবো।

তিনি আরো বলেন, আপনারা (গণমাধ্যমকর্মীরা) দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন। নিয়মিত নিউজ করেছেন। এর মাধ্যমে মানুষও অনেককিছু জানতে পেরেছে। আমরা চেষ্টা করেছি, আইনে যতটুকু কুলায় ততটুকু করতে। আমাদের আইনে বলা আছে, ১৫ কার্যদিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দিতে হবে। সেই কার্যদিবস আগামী ২৭ ফেব্রুয়ারি শেষ হবে। তবে আমরা তার আগেই আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে আশা করছি সে তালিকা রাষ্ট্রপতির কাছে পৌঁছাতে পারবো। আইনত আমাদের কাজ নাম সুপারিশ করা। আমরা তাই করবো। তালিকা দেওয়া পর রাষ্ট্রপতি বললে তখন আমরা নাম প্রকাশ করতে পারবো। নয়তো তিনিই নামগুলো প্রকাশ করবেন। একমাত্র তার অনুমতি ছাড়া নামগুলো প্রকাশ করার সুযোগ আমাদের নেই। প্রস্তাবিত নামের বাইরে সার্চ কমিটি অন্য কোনো নাম যুক্ত করার বিষয়ে আমাদের এখতিয়ার আছে। তবে আমরা সেটি করতে চাই না।