মূল পাতা মুসলিম বিশ্ব মসজিদে সামাজিক দূরত্ব বিধি বাতিল করলো কুয়েত সরকার
মুসলিম বিশ্ব ডেস্ক 18 February, 2022 07:58 PM
মসজিদ থেকে সামাজিক দূরত্ব বিধি তুলে নিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েত। ফলে, দেশটির মুসল্লিরা আবার আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন। আগামী রোববার থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কুয়েতের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক আল জারিদা। খবর গালফ নিউজের
সামাজিক দূরত্ববিধি শিথিল হলেও মসজিদে নামাজের সময় মুসল্লিদের মাস্ক পরা বিষয়ক বাধ্যবাধকতায় পরিবর্তন আনা হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিভাগ বাদার আল ওতেইবি থেকে জারি করা সেই নির্দেশনায় আরও বলা হয়েছে, মসজিদে নামাজ আদায় করতে হলে আগের মতোই নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে আসতে হবে।