| |
               

মূল পাতা আন্তর্জাতিক ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে ৯৪


ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে ৯৪


আন্তর্জাতিক ডেস্ক     17 February, 2022     08:23 AM    


ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়ালো কমপক্ষে ৯৪ জনে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। গতকাল বুধবারের ধসে পেট্রোপলিস এখন বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে। দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর বিবিসির।

এ পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে দেশটির প্রশাসন। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। একাজে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে ।

রিও ডি জেনিরো থেকে উত্তরের পাহাড়ি শহরটি গত কয়েকদিন ধরেই ছিল টানা বৃষ্টির কবলে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। ভূমধসের পর কাদামাটির পুরু আস্তরের নিচে চাপা পড়ে আছে গোটা শহর। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে কয়েকশ’ মানুষ।

উল্লেখ্য, ব্রাজিলের পেট্রোপলিস ভূমিধস প্রবণ এলাকা হিসেবেই চিহ্নিত। ২০১১ সালে ভূমিধসে অঞ্চলটিতে ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।