| |
               

মূল পাতা জাতীয় আন্তর্জাতিক কারণে ফ্লাইটের ভাড়া বৃদ্ধি পাচ্ছে: বিমানপ্রতিমন্ত্রী


আন্তর্জাতিক কারণে ফ্লাইটের ভাড়া বৃদ্ধি পাচ্ছে: বিমানপ্রতিমন্ত্রী


রহমত ডেস্ক     15 February, 2022     08:02 AM    


আন্তর্জাতিক কারণে ফ্লাইটের ভাড়া বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ফ্লাইটের ভাড়া বৃদ্ধির প্রক্রিয়াটা শুধু বিমানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক বিষয়। তবে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভর্তুকি দিয়ে সহযোগিতার চিন্তাভাবনা করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, মধ্যপ্রাচ্যগামী কর্মীরা ফ্লাইটের ৪ থেকে ৫ দিন আগে ভিসার খবর পেয়ে থাকেন। এই সময়ের মধ্যে তাদেরকে চড়া মূল্য দিয়ে টিকিটি কাটতে হচ্ছে। তাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যগামীদের ভর্তুকি দিয়ে সহযোগিতা করার চিন্তাভাবনা চলছে।

ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ‘উপযোগী নয়’ জানিয়ে তিনি বলেন, নতুন টার্মিনাল ভবনের কাজ শেষ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট যাবে।