| |
               

মূল পাতা আন্তর্জাতিক বাসচালককে পেটানোর দায়ে এক নারী গ্রেফতার


বাসচালককে পেটানোর দায়ে এক নারী গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক     12 February, 2022     09:32 AM    


ভারতের অন্ধ্রপ্রদেশের বাসচালককে পেটানোর দায়ে ২৮ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের এক বাসচালককে মারধরের অভিযোগে কে. নন্দিনী নামের ওই নারীকে বিজয়ওয়াড়া পুলিশ গ্রেফতার করে। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটে। খবর ইন্ডিয়া টুডে’র

খবরে বলা হয়, কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনাটি মোবাইলের ক্যামেরায় ধারন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, এক নারী বাসচালককে মারধর করছেন। চালকের কলার চেপে ধরে তাকে হুমকি দিয়ে চিৎকার করতে দেখা যায় ওই নারীকে।

পুলিশ জানায়, নন্দিনী রাস্তার রং সাইড দিয়ে চালাচ্ছিলেন। বাসচালক তাকে কিছু সময় অপেক্ষা করতে বলেছিলেন, যেন তিনি বাসটি নিয়ে চলে যেতে পারেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই নারী বাসে উঠে চালক মুসালাইয়াকে (৪২) মারতে শুরু করেন।

বাসচালকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সুরিয়ারাওপেট পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং সংশ্লিষ্ট ধারায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।