| |
               

মূল পাতা আন্তর্জাতিক ৮১৪ বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার


৮১৪ বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার


আন্তর্জাতিক ডেস্ক     12 February, 2022     06:46 PM    


বিভিন্ন কারাগার থেকে ৮১৪ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। জানা গেছে, দেশটির ইউনিয়ন ডে উপলক্ষ্যে সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় বিভিন্ন কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন। 

বিবৃতিতে  আরও বলা হয়, দেশের ইউনিয়ন ডের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় এ ৮১৪ বন্দিকে মুক্তি দেওয়া হবে। এবারের সাধারণ ক্ষমার আওতায় ইয়াঙ্গুনের বিভিন্ন কারাগারে বন্দিদের বেশি মুক্তি দেওয়া হবে। - খবর আল-আরাবিয়ার। 

১৯৪৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পেংলং চুক্তির স্মরণে প্রতি বছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে হিসেবে পালন করে মিয়ানমার। এর আগে, আন্তর্জাতিক চাপে পড়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে একাধিকবার বন্দিদের মুক্তির প্রতিশ্রুতি দিয়ে আসছে জান্তা সরকার। 

উল্লেখ্য, মিয়ানমারে গত বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ২০২০ সালের নভেম্বরে মিয়ানমারে জাতীয় নির্বাচন হয়। জয় পায় অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। পরে নির্বাচনে কারচুপি হওয়ার অভিযোগ তুলে সামরিক বাহিনী অভ্যুত্থান করে।