| |
               

মূল পাতা রাজনীতি সরকারকে বিদায় করতে হবে : এনপিপি


সরকারকে বিদায় করতে হবে : এনপিপি


রহমত ডেস্ক     11 February, 2022     05:48 PM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীকদল ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, দলীয় সরকার তথা শেখ হাসিনার অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সরকারকে বিদায় করতে হবে। আর বিদায় করতে ডান-বাম-ইসলামী যারা এই সরকারকে চায় না, তাদের সবাইকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। ঐক্য গড়ে জনসম্পৃক্ত আন্দোলনের মাধ্যমে তাদের বিদায় করতে হবে। এই সরকারকে বিদায় করে অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে গণতন্ত্র ও সুশাসনও প্রতিষ্ঠিত হবে। ২০ দলীয় জোটনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানান তিনি।

আজ (১১ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ২০ দলীয় জোট শরিক এনপিপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, নর্থ আমেরিকা ইন্টার এস্টেট বিএনপির সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আযম, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, সালমা রহমান, যুগ্ম-মহাসচিব মো. ফরিদউদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।