| |
               

মূল পাতা সারাদেশ জামালপুরে ট্রেনে কাটা পরে ব্যাংক কর্মকর্তার মৃত্যু


জামালপুরে ট্রেনে কাটা পরে ব্যাংক কর্মকর্তার মৃত্যু


ওসমান হারুনী     09 February, 2022     06:00 PM    


জামালপুরে ট্রেনে কাটা পরে সোনালি ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার রাতে জামালপুর রেলওয়ে স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলজার হোসেন জানান, জামালপুর রেলওয়ে স্টেশনের অদূরে বন্দেরবাড়ী এলাকায় রবিবার রাতের কোন এক সময় ট্রেনে কাটা পরে এক ব্যাক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে, তবে পরিচয় অজ্ঞাত ছিল।  প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) লাশের পরিচয় শনাক্ত করে।

নিহত ব্যাক্তির নাম কামরুল আলম খান (৫৪), তিনি সোনালি ব্যাংক জামালপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের ধরবাড়ী উপজেলার বীরতারা এলাকায় শফিকুল ইসলাম খানের ছেলে, তিনি জামালপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ কর্মকর্তা জানান, লাশটি ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর জামালপুর সদর