আরিফ সবুজ, নোয়াখালী প্রতিনিধি 09 February, 2022 06:15 PM
৮ম ধাপে সারাদেশে ইউনিয়ন পরিষদ-ইউপি মোট ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে নোয়াখালীর সুবর্ণচরের চর জব্বর ও চর জুবিলী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪ জানুয়ারী এ ধাপের ঘোষনা করা তফসিলের নির্বাচন আগামীকাল ১০ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন সকল প্রস্ততি সম্পন্ন করেছে।
উপজেলা নির্বাচন কমিশনের মতে, এবারে ২টি ইউনিয়নে চেয়াম্যান পদে লড়াই করবেন মোট ১৫জন চেয়ারম্যান প্রার্থী, ২৪জন সংরক্ষিত মহিলা মেম্বার ও ৫৩জন মেম্বার । দুটি ইউনিয়নের মোট ভোটার রয়েছেন ৭১৬১৯জন ভোটার। তবে এর ৫০শতাংশই মহিলা ভোটার।
এ উপলক্ষে আজ (৯ ফেব্রুয়ারী) বুধবার সকালে প্রেস বিফ্রিং করেছে চর জব্বর থানা পুলিশ প্রশাসন। চর জব্বর থানার অফিসার ইনচার্জ জিয়াউল হকের সঞ্চালনায় এতে ব্রিফিং করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম (পিপিএম)।
এসময় তিনি সাংবাদিকদের জানান, ২টি ইউনিয়নের মোট সহস্রাধিক প্রশাসনের লোকজন দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, একটি অবাধ, সুস্থ ও শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ চেষ্ট করবে।