| |
               

মূল পাতা জাতীয় টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


রহমত ডেস্ক     07 February, 2022     02:05 PM    


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে সরকারের। টিকা কার্যক্রমে সফল হয়েছে বাংলাদেশ

সোমবার (০৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ কথা বলেন মন্ত্রী।  

এসময় মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে দেশের সব মানুষ বুস্টার ডোজসহ পরিপূর্ণ টিকা পাবে। দেশের ১০ কোটি মানুষ টিকা পেয়েছে। ৭০ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে। পৌনে সাত কোটি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছে। বুস্টার ডোজ পেয়েছে ২৬ লাখ মানুষ।

জাহিদ মালেক বলেন, টিকা দেয়ার মানুষ খুঁজে পাচ্ছে না সরকার। টিকা হাতে আছে ১০ কোটি। মোট টিকা পেয়েছে সাড়ে ২৭ কোটি। সব দেয়ার পরেও টিকা বেঁচে যাবে। যারা টিকা নেন নি তাদের টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, হাসপাতালে এখন সারা দেশে মিলে আড়াই হাজার রোগী আছে, আর ঢাকায় রয়েছে দেড় হাজার রোগী। টিকা নেয়ার কারণে মৃত্যুহার কমেছে বলেও জানান তিনি।