রহমত ডেস্ক 22 January, 2022 07:43 PM
ফিল্ডিংয়ে নামার কিছুক্ষণের মধ্যেই পড়ে গিয়েছিল মাগরিবের আযান। কিন্তু ইনিংস চলতে থাকায় নামাজ আদায়ের সুযোগ পাচ্ছিলেন না ঢাকা মিনিস্টারের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অতঃপর আড়াই মিনিটের টাইমআউট তথা বিরতি পেয়েই নামাজ পড়ে নিলেন ।
বিকেল সাড়ে ৫টায় শুরু হয়েছে মিনিস্টার ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচটি। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে চট্টগ্রাম। তাদের ইনিংসের নবম ওভার শেষে দেওয়া হয় আড়াই মিনিটের প্রথাগত স্ট্র্যাটেজিক টাইমআউট।
দুই দলের বাকি খেলোয়াড়রা যখন পানি পান করে নিজেদের সতেজ করার মাধ্যমে বাকি অংশের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছিলেন, তখন সুযোগ বুঝে উইকেটের পাশেই নামাজে দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ। বুটজোড়া খুলে মাথার ক্যাপ উল্টে নিয়ে ফরজ তিন রাকআত নামাজ আদায় করেন তিনি। টাইমআউটের জন্য নির্ধারিত আড়াই মিনিট শেষ হয়ে গেলেও মাহমুদউল্লাহর নামাজ তখনও শেষ হয়নি। তাই আরও প্রায় ত্রিশ সেকেন্ড অপেক্ষা করতে তারপর শুরু করা হয় দশম ওভারের খেলা।