| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন সিলেটের যেসব মাদরাসায় করোনার টিকা দেওয়া যাবে


সিলেটের যেসব মাদরাসায় করোনার টিকা দেওয়া যাবে


জামিল আহমদ     19 January, 2022     10:13 PM    


বৈশ্বিক মহামারী মরণঘাতী কারোনাভাইরাস সংক্রমণের প্রতিষেধক টিকা দেওয়ার জন্য সারাদেশের কওমি মাদরাসার ১২ থেকে ১৭ এবং তদুর্ধ্ব ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। এই কার্যক্রমের অধীনে সারাদেশে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ৬ বিভাগে ১৭৪টি মাদরাসাকে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের ছাত্রদের জন্য ৯ মাদরাসাকে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়েছে। ছাত্রীদের জন্য ৭ মাদরাসাকে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে স্ব স্ব জেলার টিকা সেন্টারগুলোতে কোন কোন মাদরাসা টিকা প্রদান করবে এবং সে সব মাদরাসার ১২ থেকে ১৭ এবং তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা কত তা জেনে স্ব স্ব র্বোডকে লিখিতভাবে ই-মেইলে জানাতে তালিকায় উল্লিখিত মাদরাসাগুলোর মুহতামিমদেরকে অনুরোধ করেছেন আল-হাইআতুল উলইয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। ১২ থেকে ১৭ বয়সের ছাত্র-ছাত্রীদের সংখ্যা আলাদাভাবে এবং ১৮ ও তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা আলাদাভাবে লিখতে হবে। মাদরাসাগুলোতে পড়াশোনার পরিবেশ সুশৃংখল করতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা পরিবেশ ঠিক রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সিলেট বিভাগ : ছাত্রদের কেন্দ্র
১. জামিয়া মাদানিয়া ইসলামিয়া, কাজীর বাজার, সদর, সিলেট।
২. জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া, গহরপুর, বালাগঞ্জ, সিলেট।
৩. জামিয়া ইসলামিয়া দারুল হাদীস হাসনাবাদ, ছাতক, সুনামগঞ্জ।
৪. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম টাইটেল মাদরাসা, শাহ মোস্তফা রোড, সদর, মৌলভীবাজার।
৫. জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম বরুনা, বরুনা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
৬. জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর, সদর, হবিগঞ্জ।
৭. জামেয়া ইসলামিয়া কওমিয়া শামছুল উলূম-চুনারুঘাট, হবিগঞ্জ।
৮. জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল রাহ. সিলেট সদর, কোতোয়ালী, সিলেট।
৯. জামেয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া সুনামগঞ্জ।

সিলেট বিভাগ : ছাত্রদের কেন্দ্র
১. মাদরাসাতুল বানাত দারুল হাদীস বারুতখানা, সদর, সিলেট
২. হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বালিকা টাইটেল মাদরাসা, সুলতানপুর, শ্রীরামপুর, মোগলা বাজার, সিলেট
৩. দারুল হাদিস হযরত আয়েশা ছিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদরাসা, তেঘরিয়া, সদর, সুনামগঞ্জ।
৪. মারকাযুল উলূম ফাতেমাতুয যাহরা রাদিয়াল্লাহু আনহা পঞ্চগ্রাম আমবাড়ী মহিলা মাদরাসা, দোয়ারা বাজার, সুনামগঞ্জ।
৫. জামিয়া ইসলামিয়া মহিলা মাদরাসা, সিন্দুরখান রোড, শধীমঙ্গল, মৌলভীবাজার
৬. জামেয়া হেমায়েতুল ইসলাম টাইটেল মাদরাসা, গড়গাঁও, রাজনগর, মৌলভীবাজার।
৭. জামিয়া শরইয়্যাহ মহিলা মাদরাসা, মাদানীনগর, তেতৈয়া, গোপায়া, হবিগঞ্জ।