| |
               

মূল পাতা জাতীয় সয়াবিনের দাম লিটারে আরো ৮ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত


প্রতীকি

সয়াবিনের দাম লিটারে আরো ৮ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত


রহমত ডেস্ক     05 January, 2022     10:38 AM    


সয়াবিন ও পাম তেলের দাম লিটারে আরো ৮ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী শনিবার (০৮ জানুয়ারি) থেকে ক্রেতাদের বাড়তি অর্থ ব্যয় করে কিনতে হবে সয়াবিন ও পাম তেল। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠি থেকে এমন তথ্য মিলেছে।

চিঠিতে আমদানি ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। কিন্ত আগামী ৮ জানুয়ারি থেকে একই বোতল ক্রেতাদের কিনতে হবে ১৬৮ টাকায়। আর ৫ লিটার তেলের বোতল কিনতে হবে ৮০০ টাকায়।

সমিতি বলেছে, গত বছরের ৩ ডিসেম্বর থেকে এই নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম বাড়াতে চেয়েছিল তারা। কিন্তু, সাধারণের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে দাম বাড়ানো থেকে রিফাইনাররা বিরত ছিলো। তবে, আমদানি ব্যয়ের পরিপ্রেক্ষিতে বর্তমান দাম বজায় রাখা সম্ভব নয় বলে তাদের সর্বশেষ চিঠিতে বলা হয়েছে।

গত নভেম্বরে রিফাইনাররা প্রতি লিটার বোতল সয়াবিন তেল ১৬০ টাকা থেকে বাড়িয়ে থেকে ১৭২ টাকা করতে চেয়েছিল। কিন্তু, এবার বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে সমিতি ৪ টকা কমে অর্থাৎ প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। 

গত বছরের মে মাসের পর এ পর্যন্ত চতুর্থবারের মতো দাম বৃদ্ধির ঘোষণা করা হলো।