| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আগামী মাসে সৌদি সফরে যাবেন এরদোগান


তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

আগামী মাসে সৌদি সফরে যাবেন এরদোগান


মুসলিম বিশ্ব ডেস্ক     05 January, 2022     08:23 AM    


আগামী ফেব্রুয়ারি মাসে সৌদি আরব সফরে যাবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি নিজেই তার এই সফরের কথা জানিয়েছেন।

২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনস্যুলেটে দেশটির ভিন্ন মতাবলম্বী খ্যাতিমান সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এই প্রথম এরদোগান সৌদি আরব সফর করবেন। জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরব এবং তুরস্কের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়। ২০১৮ সালের ২ অক্টোবর জামাল খাশোগিকে সৌদি আরবের একটি ঘাতকদল হত্যা করে।

গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া এক পোস্টে এরদোগান বলেছেন, "তারা ফেব্রুয়ারি মাসে আমার সফর প্রত্যাশা করছেন, তারা আমাকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন এবং ফেব্রুয়ারি মাসে আমি সৌদি আরব সফর করব।" তবে রিয়াদের পক্ষ থেকে পরিকল্পিত এই সফরের কথা এখনো নিশ্চিত করা হয় নি।

জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরব পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্ক থেকে পণ্য আমদানি বন্ধ করে দেয়। এছাড়া সিরিয়া এবং লিবিয়া ইস্যুতেও তুরস্কের সঙ্গে সৌদি আরবের মতপার্থক্য রয়েছে।

উৎস, পার্সটুডে