| |
               

মূল পাতা জাতীয় ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে বিআরটিএ এর অভিযান অব্যাহত


ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে বিআরটিএ এর অভিযান অব্যাহত


রহমত ডেস্ক     20 December, 2021     05:44 PM    


বাস ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে বিআরটিএ এর নিয়মিত অভিযান অব্যাহত আছে। সোমবার (২০ ডিসেম্বর) থেকে যুক্ত হয়েছে উত্তর সিটি করপোরেশন। তারা বিআরটিএ সাথে এক সপ্তাহ বিশেষ অভিযান পরিচালনা করবে। রাজধানীর বিভিন্ন স্থানে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। বেশি ভাড়া নেয়া ছাড়াও বাসের রুট পারমিট, ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে বিআরটিএ।

একদিকে যাত্রীরা কেউ কেউ অভিযোগ করেন, চার্ট এর ভাড়ার চেয়ে এখনো কোন কোন বাস বেশি ভাড়া চায়। অন্যদিকে কন্টাক্টররা ভাড়া বেশি চাওয়ার বিষয় অস্বীকার করেন। 

নির্বাহি ম্যাজিস্ট্রেট বলেন, নিয়মিত অভিযানের ফলে বেশি ভাড়া আদায় অনেকটাই কমেছে। এখন গাড়ীর ফিটনেস, রুটপারমিট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে জরিমানা, মামলা বা বাস ডাম্পিং এ পাঠানো হচ্ছে। তবে ডাম্পিং এর ক্ষেত্রে জায়গা সংকট তৈরি হয়েছে।