| |
               

মূল পাতা আন্তর্জাতিক ওমিক্রন : আবারো কঠোর লকডাউনে নেদারল্যান্ড


ওমিক্রন : আবারো কঠোর লকডাউনে নেদারল্যান্ড


আন্তর্জাতিক ডেস্ক     19 December, 2021     07:07 PM    


মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন থেকে বাঁচতে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ড। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখেও জনস্বাস্থ্য বিবেচনায় রোববার (১৯ ডিসেম্বর) থেকে এমন কঠিন সিদ্ধান্ত কার্যকর করছে দেশটির সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ এড়াতে অপ্রয়োজনীয় দোকানপাট, স্কুল, বার, রেস্তোরাঁ এবং জনসমাগমস্থল কমপক্ষে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হবে।

তবে সার্বিক পরিস্থিতিতে এ ধরনের বিধিনিধেষ জারি করা ‘অপরিহার্য’ ছিল বলে জানিয়েছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট। একইসঙ্গে তিনি দেশের নাগরিকদের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।

সূত্র : বিবিসি