| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে ‘হিন্দু’ বনাম ‘হিন্দুত্ববাদী’দের মধ্যে লড়াই চলছে : রাহুল


ভারতে ‘হিন্দু’ বনাম ‘হিন্দুত্ববাদী’দের মধ্যে লড়াই চলছে : রাহুল


আন্তর্জাতিক ডেস্ক     18 December, 2021     07:41 PM    


ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি বলেছেন, ভারতে আজ ‘হিন্দু’ বনাম ‘হিন্দুত্ববাদী’দের মধ্যে লড়াই চলছে।

উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি শনিবার (১৮ ডিসেম্বর) উত্তর প্রদেশের আমেথিতে দলীয় এক জনসমাবেশে দেওয়া বক্তব্যে এ ধরণের মন্তব্য করেন।

হিন্দি গণমাধ্যম ‘আজতক’ জানিয়েছে, হিন্দু ও হিন্দুত্বের প্রসঙ্গ উল্লেখ করে রাহুল গান্ধি বলেন, গান্ধিজী বলেছিলেন, হিন্দুর পথ সত্যাগ্রহ, অন্যদিকে হিন্দুত্ববাদীর পথ ক্ষমতার প্রতি আগ্রহ। যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সে ‘হিন্দু’ আর যে সহিংসতা ছড়ায় সে ‘হিন্দুত্ববাদী’।

আমেথিতে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে রাহুল গান্ধি বলেন, আজ একদিকে হিন্দুরা আছে, যারা সত্যের কথা বলে। অন্যদিকে, ‘হিন্দুত্ববাদীরা’ আছে, যারা ঘৃণা ছড়ায় এবং ক্ষমতা ছিনিয়ে নিতে তারা যে কোনো কিছু করতে পারে। তিনি বলেন, ভারতে আজ ‘হিন্দু’ বনাম ‘হিন্দুত্ববাদী’দের মধ্যে লড়াই চলছে।

উৎস, পার্সটুডে