| |
               

মূল পাতা ইসলাম চলতি শতাব্দীতেই বিশ্বের সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম : গবেষণা


চলতি শতাব্দীতেই বিশ্বের সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম : গবেষণা


রহমত ডেস্ক     18 December, 2021     06:13 PM    


চলতি শতাব্দীতেই বিশ্বের সর্ববৃহৎ ধর্ম হতে যাচ্ছে 'ইসলাম'। মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় বলা হয়েছে, আগামী ২০৭৫ সালের মধ্যে ইসলামই হবে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম। সংস্থাটির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সংস্থাটি দাবি করছে, ‘খ্রিস্টান ধর্ম এখনো পৃথিবীর বৃহৎ ধর্ম। তবে ২১ শতাব্দীর শেষদিকে গিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাবে ইসলাম ধর্ম। 

এর আগে ২০১৫ সালের এক গবেষণা শেষে পিউ জানিয়ে ছিলো, এখন যেভাবে বাড়ছে সেভাবে মুসলিম বৃদ্ধির ধারা বজায় থাকলে ২০৫০ সাল নাগাদ বিশ্বে খ্রিস্টান ও মুসলিমের সংখ্যা সমান সমান পর্যায়ে চলে যাবে। যদি তা হয় তবে ইতিহাসে প্রথমবারের মতো দুটি আলাদা বিশ্বাসের সমান সংখ্যক মানুষ বিরাজ করবে পৃথিবীতে।