| |
               

মূল পাতা জাতীয় বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি : পররাষ্ট্রমন্ত্রী


বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি : পররাষ্ট্রমন্ত্রী


রহমত ডেস্ক     10 December, 2021     10:10 PM    


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এখন অনেক বিদেশি দূতাবাসে গেলে বাংলাদেশের পাসপোর্ট দেখলে তাচ্ছিল্যের সঙ্গে বিদায় করে দেয়। তবে আগামীতে বিদেশি দূতাবাসে বাংলাদেশি পাসপোর্টের সম্মান দেখার প্রত্যাশায় আছি। তারা যেন বাংলাদেশি পাসপোর্ট দেখলেই বলে, তুমি বাংলাদেশি? এসো এসো আমার ঘরে এসো। এমন দিনের প্রত্যাশায় আছি।

আজ (১০ ডিসেম্বর) শুক্রবার  সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলে এম্ফিথিয়েটারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ‘বিজয়ের ৫০ বছর-লাল সবুজের মহোৎসব’ শিরোনামে ১০ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সোনার মানুষ হতে হবে। প্রত্যেককে দেশকে কিছু দেওয়ার জন্য পণ করতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। ধনী-গরিবের বৈষম্য রোধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বাস্তবে রূপ দিতে চাই। এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। অর্থনৈতিক উন্নয়নের সাথে সামাজিক খাতেও বাংলাদেশে অর্জন প্রশংসনীয়। মাত্র ৫০ বছরে বাংলাদেশের এ অর্জনকে পুরো বিশ্বই স্বীকৃতি দিয়েছে। ভবিষ্যতে এমন দিন আসবে, যখন বাংলাদেশের পাসপোর্ট দেখলে প্রত্যেকটি দেশের দূতাবাস সমীহ করবে। মুক্তিযোদ্ধারা একটি শোষণহীন ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশার নিজের জীবন বাজি রেখেছিলেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। সরকারের যুগপোযোপী নীতির কারণে দেশে ব্যবসায়ী ও সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।