| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি বর্তমান সরকার মানবাধিকার লংঘনের প্রকৃষ্ট উদাহরণ : রিজভী


বর্তমান সরকার মানবাধিকার লংঘনের প্রকৃষ্ট উদাহরণ : রিজভী


রহমত ডেস্ক     10 December, 2021     10:21 PM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা করতে বিদেশে যেতে না দেওয়া সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। খালেদা জিয়াকে সরাসরি ক্রসফায়ারে মেরে না ফেললেও চিকিৎসাহীনতার ক্রসফায়ারে তাকে হত্যাচেষ্টা হচ্ছে। বর্তমান সরকার মানবাধিকার লংঘনের প্রকৃষ্ট উদাহরণ।

আজ (১০ ডিসেম্বর) শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে সর্বজনীন মানবাধিকার ঘোষণা বাস্তবায়ন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানো ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শ্রমিকদলের সহ-সভাপতি মেহেদী আলী খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, অর্থবিষয়ক সম্পাদক রফিক, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল নেতা মাহবুব হোসেন বাদল, উত্তরের সাধারণ সম্পাদক জুলফিকার মতিন প্রমুখ।

রিজভী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হয়েছে বাংলাদেশ জমিদারী রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিহিংসামূলক মামলাকে সাজা দেয়া হয়েছে। বন্দুকের নলের মুখে দেশ চালানো হচ্ছে। খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দিতেই চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। খালেদা জিয়ার কিছু হলে আপনাকে জনগণের ঘেরাওয়ের মধ্যে পড়তে হবে আপনি রেহাই পাবেন না। সরকারবিরোধী দলকে নিশ্চিহ্ন করতেই র্যাব দিয়ে গুম খুন করিয়েছে। দেশে কোনো মানবাধিকার নেই। দেশে ন্যূনতম মানবাধিকার নেই। সরকারবিরোধী দল শূন্য করতে গুম খুন করিয়েছে বিভিন্ন বাহিনী দিয়ে। বর্তমান সরকার মানবাধিকার লংঘনের প্রকৃষ্ট উদাহরণ।