| |
               

মূল পাতা করোনাভাইরাস করোনায় আরও ৫ জনের মৃত্যু, প্রত্যেকেই পুরুষ


করোনায় আরও ৫ জনের মৃত্যু, প্রত্যেকেই পুরুষ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     18 November, 2021     06:24 PM    


করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী এ ৫ জনের সবাই পুরুষ। এ সময়ে ঢাকায় ৩, চট্টগ্রামে ১ ও রংপুরে একজন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি। সবমিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৩৯ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২৪৪ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের  করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট ১ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম চীনের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে এটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। ৮ মার্চ প্রথম বাংলাদেশে কোনও করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে প্রথম কোনও ব্যক্তির করোনায় মৃত্যু হয়। এ সময়ে দেশের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তিকেও আমরা হারিয়েছি।

/জেআর/