| |
               

মূল পাতা উপমহাদেশ আবার খুলছে ভারত-পাকিস্তানের মধ্যকার ভিসামুক্ত সীমান্ত কর্তারপুর করিডর


আবার খুলছে ভারত-পাকিস্তানের মধ্যকার ভিসামুক্ত সীমান্ত কর্তারপুর করিডর


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     17 November, 2021     11:46 PM    


আবারও খুলে দেওয়া হচ্ছে ভারত-পাকিস্তানের মধ্যকার ভিসামুক্ত সীমান্ত কর্তারপুর করিডর। এই করিডর ব্যবহার করে ভারতীয় শিখরা পাকিস্তানে অবস্থিত গুরুদুয়ারা উপাসনালয়ে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন।

বুধবার (১৭ নভেম্বর) থেকে এ সীমান্ত খুলে দেওয়া হচ্ছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। শিখদের ধর্মীয় গুরু নানকের জন্মবার্ষিকীর প্রাক্কালে শিখ পুণ্যার্থীদের জন্য করিডরটি খুলে দেওয়ার ঘোষণা দিলো ভারত সরকার।

কর্তারপুর করিডর হলো ভারত ও পাকিস্তানের মধ্যকার ভিসামুক্ত সীমান্ত পারাপারস্থল। গুরু নানকের ৫৫০তম জন্মদিন উপলক্ষে ২০১৯ সালে প্রথম এই করিডর চালু হয়। কিন্তু করোনা মহামারির কারণে গত বছরের মার্চ থেকে এই করিডর বন্ধ থাকে। এর দৈর্ঘ্য ৪ দশমিক ৫ কিলোমিটার। দেশভাগের পর বেশির ভাগ শিখ ধর্মাবলম্বী পাকিস্তান থেকে ভারতে চলে যান। তবে ২০ হাজারের মতো শিখ ধর্মাবলম্বী পাকিস্তানে থেকে যান।

/জেআর/