| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইরান-রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক হচ্ছে : তালেবান


ইরান-রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক হচ্ছে : তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     25 September, 2021     09:37 AM    


ইরান-রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী হচ্ছে বলে দাবি করেছে তালেবান সরকার। দেশটির বর্তমান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। শুক্রবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) নিক্কেই এশিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওই সম্মেলনে জবিহউল্লাহ মুজাহিদ বলেন, ইরানের সঙ্গে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের কোনো মতবিরোধ নেই এবং তেহরানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় কাবুল। দ্রুত সেদিকেই এগোচ্ছে দুই দেশ।

এ সময় তিনি আরও বলেন, তালেবানের নেতৃত্বাধীন সরকার রাশিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।

রাশিয়া জাতিসংঘের সঙ্গে মধ্যস্থতা করে তালেবান গোষ্ঠীর ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) নিয়েও কথা বলেন জবিহউল্লাহ। তিনি দাবি করেন, আফগানিস্তানে আইএসের সামান্য কিছু সন্ত্রাসী রয়েছে এবং তাদেরকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

মুজাহিদ বলেন, আমেরিকা আফগানিস্তানের মাটিতে আর কোনো হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

/জেআর/