| |
               

মূল পাতা জাতীয় ১৯ মাস পর আজ বিদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী


১৯ মাস পর আজ বিদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     17 September, 2021     07:01 AM    


দীর্ঘ ১৯ মাস পর আজ বিদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারি শুরু হওয়ার পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে এবার ৮০ জন সফরসঙ্গী থাকছেন। প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন।

অধিবেশনে ‘জলবায়ু পরিবর্তনে’ বিশ্বব্যাপী বৈষম্য, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সংক্রান্ত বিষয়গুলো বড় ইস্যু হিসাবে আলোচনা করা হবে। গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যুও। তবে আলোচনায় আফগানিস্তান ইস্যু থাকছে না।

প্রসঙ্গত, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন হবে সীমতি আকারে। চলবে দুই সপ্তাহ ধরে। ১৪ সেপ্টেম্বর শুরু হয়ে ২১ সেপ্টেম্বর থেকে বিশ্ব নেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন। এ উদ্দেশে শুক্রবার সকালে প্রথমে ব্যক্তিগত কারণে ফিনল্যান্ড যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছবেন। এরপর ২০ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক অধিবেশনের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন।

/জেআর/