| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব মন্ত্রিসভায় নারী সদস্য রাখা নিয়ে যা বলছে তালেবান


মন্ত্রিসভায় নারী সদস্য রাখা নিয়ে যা বলছে তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     07 September, 2021     01:59 AM    


ইতোমধ্যে আফগানিস্তানে তালেবান নতুন সরকারের ঘোষণা দিয়েছে। প্রাথমিক তালিকায় কোনো নারী সদস্য নেই। জানা গেছে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন প্রক্রিয়াধীন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানী কাবুলে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ নতুন এ তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দেন।

এ দিন বিবিসির এক সাংবাদিক প্রশ্ন করেন, এই মন্ত্রীসভায় কেন কোন নারী প্রতিনিধি নেই- এই প্রশ্নের জবাবে তালেবানের সংস্কৃতি বিষয়ক কমিশনের প্রধান আমানুল্লাহ ওয়াসিক বলেন, ‘মন্ত্রীসভার গঠন এখনও চূড়ান্ত হয়নি।’

তবে এর আগে তালেবান জানিয়েছিল যে মন্ত্রী পর্যায়ে কোনো নারী থাকবেন না।

/জেআর/