| |
               

মূল পাতা ফিচার ছবির গল্প : বোমা হামলায় সৃষ্ট পুল থেকে পানি খাওয়া


ছবির গল্প : বোমা হামলায় সৃষ্ট পুল থেকে পানি খাওয়া


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     07 September, 2021     03:17 PM    


সিরিয়ার ফটোগ্রাফাররা এক দশকের গৃহযুদ্ধের অনেক ছবি তুলেছেন। এই ছবিটি অন্যতম তাৎপর্যবাহী এক ছবি। ছবিতে দেখা যাচ্ছে ২০১৩ সালে বোমা হামলায় বিধ্বস্ত পাইপ থেকে পানি বের হয়ে ছোট্ট পুলের মতো তৈরি হয়েছে। সেখান থেকে পানি খাচ্ছে আলেপ্পোর এই ছেলেটি। ফটোগ্রাফার মুজাফ্ফার সালমান বললেন, ‘অনেকেই আমার এই ছবিটির সমালোচনা করে বলেছেন, ফটোগ্রাফারের উচিত ছিলো ছেলেটিকে বিশুদ্ধ পানি খাওয়ানো। কিন্তু আমার মতে, যা বাস্তব সেটাই তুলে ধরা উচিত, যাতে মানুষ পরিস্থিতিটা উপলব্ধি করে তা পরিবর্তনের চেষ্টা করে।’

উল্লেখ্য, ২০১১ সাল থেকে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। ‘আরব বসন্ত’ নামে পরিচিত স্বৈরাচারবিরোধী তথাকথিত গণ-অভ্যুত্থানের জোয়ার সিরিয়াতেও এসে লেগেছিল সে বছর। ওই বছরের মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ বছরে এই জোয়ারের সুফল না মিললেও এই সময়ে হতাহত হয়েছে বিরাটসংখ্যক জনগোষ্ঠী। জানা যায়, এ সময়ে আহত ব্যক্তির সংখ্যা ১৯ লাখ।  নিহত ৪ লাখ ৭০ হাজার লোকের মধ্যে প্রায় ৪ লাখই মারা গেছে যুদ্ধের প্রত্যক্ষ সহিংসতার শিকার হয়ে। বাকি ৭০ হাজার মারা গেছে চিকিৎসাসেবা ও ওষুধের ঘাটতিতে, সংক্রামক ব্যাধিতে, খাবার ও পানির অভাবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। সূত্র : ডয়চে ভেলে ও উইকিপিডিয়া।

/জেআর/