| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ‘আফগানিস্তানের পর এবার ইয়েমেন থেকে পালানোর পথ খুঁজুন’


‘আফগানিস্তানের পর এবার ইয়েমেন থেকে পালানোর পথ খুঁজুন’


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     01 September, 2021     12:22 PM    


২০ বছরের ব্যর্থ যুদ্ধে আফগানিস্তান থেকে লজ্জাজনক পরাজয়ের পর এবার ইয়েমেন থেকে পালানোর পথ খোঁজার আহ্বান জানিয়েছেন ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী আল-হুথি। তিনি বলেন, এবার সৌদি আরব ও আমেরিকার উচিত ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করা। খবর পার্স টুডের।

মঙ্গলবার (৩১ আগস্ট) এক টুইটার পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,‘আফগানিস্তানের মাটি থেকে আমেরিকার সর্বশেষ দখলদার সেনাদল চলে যাওয়ার পর আমি আমেরিকা এবং তার মিত্র সৌদি আরবের প্রতি এই আহ্বান জানাব, তারা যেন ইয়েমেন থেকেও চলে যাওয়ার পরিকল্পনা করে এবং তা বাস্তবায়ন করে। যাতে ইয়েমেনের জনগণ শান্তিতে বসবাস করতে পারে; দখলদারিত্ব এবং মোড়লিপনা থেকে মুক্তি লাভ করে।’

টুইটার পোস্টে তিনি আরও বলেন, ‘ইয়েমেনের জনগণ কখনো দখলদারিত্ব ও আধিপত্যবাদ মেনে নেবে না তাতে যতদিনই যুদ্ধ চলুক চলুক না কেন। আগ্রাসীদের জন্য ইয়েমেন হবে কবরস্থান।’

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ মার্চ সৌদি আরব এবং তার অনুগত কয়েকটি আরব দেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালায়। এতে সৌদি আরব এক ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ে অনেকটা চোরাবালিতে আটকা পড়েছে। এ যুদ্ধের কারণে এরই মধ্যে সৌদির বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমেরিকা সব সময় এ যুদ্ধে সৌদিকে সহযোগিতা করে আসছে।

/জেআর/