| |
               

মূল পাতা আন্তর্জাতিক কাবুল থেকে বিদায় নিয়েছে বৃটিশরা


কাবুল থেকে বিদায় নিয়েছে বৃটিশরা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     29 August, 2021     11:51 PM    


অবশেষে আফগানিস্তান ছেড়েছে বৃটিশরা। এর মধ্য দিয়ে আফগানিস্তান যুদ্ধে ব্রিটেনের দুই দশকের সংশ্লিষ্টতা শেষ হলো। কাবুল বিমানবন্দর থেকে রয়্যাল এয়ারফোর্সের সবশেষ বিমানটির প্রস্থানের মধ্য দিয়ে চূড়ান্ত বিদায় ঘণ্টা বাজল ব্রিটিশদের।

রোববার (২৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, কাবুল থেকে শনিবার রাতে লন্ডনের উদ্দেশে রওনা দেয় ব্রিটিশ কূটনীতিক ও সেনাদের শেষ দলটি। শেষ দিনে উদ্ধার ফ্লাইটে আফগানিস্তানে ব্রিটেনের রাষ্ট্রদূত লরি ব্রিস্টো কাবুল ছেড়ে এসেছেন।

বিবিসির এক প্রতিবেদনেও এ বিষয়ে জানানো হয়েছে। সেখানে বলা হয়, গত ১৪ আগস্ট থেকে দুই সপ্তাহের বেশি সময়ে ১৫ হাজারের বেশি মানুষকে বিমানে করে কাবুল থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। এদের মধ্যে ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবারের সদস্যসহ প্রায় পাঁচ হাজার মানুষ রয়েছে। বাকিরা ব্রিটিশ সরকারের অধীনে কাজ করা সাবেক আফগান কর্মী ও তাদের পরিবারের সদস্য।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে পুরো আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেয় তালেবান। সশস্ত্র গোষ্ঠীটি এখন সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

/জেআর/