| |
               

মূল পাতা আন্তর্জাতিক ফিলিস্তিনে ইসরায়েলের গুলি, দশ শিশুসহ আহত ২৬


ফিলিস্তিনে ইসরায়েলের গুলি, দশ শিশুসহ আহত ২৬


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     22 August, 2021     01:15 PM    


৫২ বছর আগে পবিত্র আল-আকসা মসজিদে আগুন লাগানোর প্রতিবাদে গাজায় শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়েছে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইল। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন, যাদের মধ্যে অন্তত ১০ জনই শিশু। এদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশুর মাথায় গুলি লেগেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২২ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বার্তা সংস্থা এএফপি’কে বলেছে, সীমান্ত দেয়ালের কাছে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা দমন সরঞ্জাম, অর্থাৎ প্রয়োজনে ০.২২ ক্যালিবার গুলি ব্যবহার করে সেনারা।

জানা গেছে, মিছিলের একপর্যায়ে বিক্ষোভকারীদের ওপর গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এতে ১০ শিশুসহ অন্তত ২৬ জন আহন হন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

/জেআর/