| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব দীর্ঘ সংগ্রামের পর দেশ মুক্ত, বিদেশিরা বিতাড়িত: প্রথম সংবাদ সম্মেলনে তালেবান


দীর্ঘ সংগ্রামের পর দেশ মুক্ত, বিদেশিরা বিতাড়িত: প্রথম সংবাদ সম্মেলনে তালেবান


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     17 August, 2021     11:08 PM    


দীর্ঘ ২০ বছর সংগ্রামের পর দেশ মুক্ত ও বিদেশিরা বিতাড়িত, এটা পুরো জাতির জন্য গর্বের মুহূর্ত বলে জানিয়েছে তালেবান। খবর বিবিসি ও আল জাজিরার।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানী কাবুলে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে তালেবান এ কথা জানায়। সংবাদ সম্মেলনের শুরুতে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‌‘দীর্ঘ ২০ বছর সংগ্রামের পর আমরা দেশকে মুক্ত করেছি ও বিদেশিদের তাড়িয়ে দিয়েছি। এটা পুরো জাতির জন্য গর্বের মুহূর্ত। আমরা বিদেশি কিংবা অভ্যন্তরীণ শত্রু চাই না।’

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই আফগানিস্তান আর সংহিংসতা-যুদ্ধক্ষেত্র থাকবে না। যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি। শত্রুতা শেষ হয়ে গেছে। আমরা কোন বিদেশি কিংবা অভ্যন্তরীণ শত্রু চাই না।’

তিনি বলেন, ‘যুদ্ধ শেষ হওয়ার পর এখন আমরা আফগানিস্তানের অবকাঠামোগত উন্নয়নের দিকে মনোযোগ দিতে চাই। আমরা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন শুরু করব। আফগানদের প্রতি দেশের এই উন্নয়ন বিপ্লবে শরিক হওয়ার আহ্বান জানাই।’

জাবিউল্লাহ বলেন, ‘আমরা সব ধরনের গণমাধ্যমের সঙ্গে সার্বিক যোগাযোগ অব্যাহত রাখব যাতে সব গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। তবে কোনো গণমাধ্যম যাতে ইসলামবিরোধী কোনো বিষয় প্রচার না করে। আর গণমাধ্যমগুলো সব বিষয়ে অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবে বলে আমরা আশা করি। পাশাপাশি আফগান জাতির মূল্যবোধ, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সম্মান দেখাতে হবে।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কাবুলে প্রবেশকালে আমাদের কোনো যোদ্ধা হতাহত হয়নি। কিন্তু কিছু দুষ্কৃতিকারী এ সময়ে লুটপাটে অংশ নিয়েছে এবং সুযোগ কাজে লাগিয়েছে। অন্যান্য জাতির মতো আফগান জাতিরও নিজস্ব মূল্যবোধ রাখার অধিকার রয়েছে। আফগান জাতির ধর্ম এবং জাতীয় ঐতিহ্য অনুসারে এই মূল্যবোধের প্রতি সম্মান দেখানো উচিত।’

তিনি বলেন, ‘আফগানিস্তানের প্রতিটি সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে। আফগানিস্তান থেকে একটি অস্ত্রও কেউ বাইরে নিয়ে যেতে পারবে না। এখন থেকে আফগানিস্তান হবে মাদকমুক্ত একটি দেশ। কিন্তু এ ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাই। আমরা সব বিরোধীদেরকে আফগানিস্তানে ফিরে আসার আহ্বান জানাই। সবাই মিলে যাতে আফগানিস্তান গড়তে পারি, সে জন্য তাদেরও প্রয়োজন রয়েছে।’

/জেডও/