মূল পাতা আন্তর্জাতিক হাইতিতে ভূমিকম্প: নিহত বেড়ে ৩০৪
রহমতটোয়েন্টিফোর ডেস্ক 15 August, 2021 07:48 AM
ভয়াবহ ভূমিকম্পে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতিতে এখন পর্যন্ত অন্তত ৩০৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স-এর।
স্থানীয় সময় শনিবার সকালে হাইতির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি বলেছেন, ভূমিকম্পে দেশের অনেক অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
হাইতির সিভিল প্রটেকশন সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ৩০৪ জনের মৃত্যুর খবর মিলেছে। অনেক মানুষ নিখোঁজ থাকায় নিহতের এ সংখ্যা বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। এ জায়গাটি রাজধানী পোর্ট–অ–প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে। পোর্ট–অ–প্রিন্সেও কম্পন অনুভূত হয়েছে। প্রতিবেশী দেশগুলোতেও ভূমিকম্প অনুভূত হয়।
এর আগে, ২০১০ সালের শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে হাইতি। ওই ভূমিকম্পে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়।
/জেআর/