| |
               

মূল পাতা সারাদেশ পরিবহন বন্ধ রেখে কারখানা খুলে শ্রমিকদের ঝুঁকিতে ফেলার প্রতিবাদ


পরিবহন বন্ধ রেখে কারখানা খুলে শ্রমিকদের ঝুঁকিতে ফেলার প্রতিবাদ


বরিশাল প্রতিনিধি     02 August, 2021     07:23 AM    


পরিবহন বন্ধ রেখে কারখানা খোলার ঘোষণা দিয়ে শ্রমিকদের নিরাপত্তাহানি, হয়রানি ও দুর্ভোগের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

রোববার (১ আগস্ট) বেলা ১১টায় সংগঠনের জেলা শাখার উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা মানিক হাওলাদার, আবু তাহের, ছাত্র ফ্রন্ট নেতা বিধান সিকদার ও সুজন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সরকার শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা না করেই লকডাউনের মধ্যে কলকারখানা খুলে দিয়েছে। এতে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশংকা করেন তারা। বক্তারা শ্রমিকদের করোনা টিকা নিশ্চিত না করেই শিল্প মালিকদের কথায় কারখানা খুলে দেওয়ার সমালোচনা করেন।

/জেআর/


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল বরিশাল বরিশাল সদর