| |
               

মূল পাতা জাতীয় বয়স ২৫ হলেই নেওয়া যাবে টিকা


বয়স ২৫ হলেই নেওয়া যাবে টিকা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     29 July, 2021     04:57 PM    


এখন থেকে ২৫ হলেই করোনার টিকা নেওয়া যাবে বলে জানিয়েছে সরকার। আজ থেকে ২৫ বছরের বেশি বাংলাদেশি নাগরিকরা করোনার টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) করোনার টিকার নিবন্ধনের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের একাধিক দায়িত্বশীল জানান, ধাপে ধাপে টিকার বয়সসীমা শিগগিরই ১৮ বছরে নামিয়ে আনা হবে। অন্যদিকে আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হবে।

প্রসঙ্গত, টিকার জন্য কয়েক ধাপে বয়সসীমা কমিয়েছে সরকার। গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। তখন বয়সসীমা ছিল ৫৫ বছর। কিন্তু ৮ ফেব্রুয়ারি থেকেই নিববন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। এরপর তা আরেক ধাপ কমিয়ে ৩৫ বছর করা হয়। সর্বশেষ ১৯ জুলাই থেকে ৩০ বছর বয়সীরাও নিবন্ধন করতে পেরেছেন।

/জেআর/