| |
               

মূল পাতা সারাদেশ শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত


শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     20 July, 2021     12:21 PM    


উপমহাদেশের বৃহৎ ঈদগাহ ময়দান শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদের জামাত। করোনার সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ঈদ উদযাপন প্রস্তুতি কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। কিশোরগঞ্জ কালেক্টরেট ভবনে অনুষ্ঠিত ১৯৪তম ঈদুল আজহার প্রস্তুতি ও ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা গেছে, কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে নরসুন্দা নদীর তীরে ২০০ বছরের পুরনো ও ঐতিহ্যবাহী এ ঈদগাহ ময়দানে প্রতি বছর দেশ-বিদেশের তিন লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি ঈদুল ফিতরের জামাত আদায় করেন। এ ঈদগাহ ময়দানটি দেশ এমনকি উপমহাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাতের খ্যাতি পেয়েছে।

কিশোরগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মহসিন খান জানান, এবার জেলার ১৩ উপজেলার ৬ হাজার ৬৩৮টি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। শহরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক পাগলা মসজিদে। এখানে সকাল সাড়ে ৭টা, সোয়া ৮টা ও সকাল ৯টায় পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

/জেডও/


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর