| |
               

মূল পাতা আন্তর্জাতিক ফিলিপাইনে বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৪৫


ফিলিপাইনে বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৪৫


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     04 July, 2021     11:34 PM    


ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। সেখান থেকে এ পর্যন্ত অন্তত ৪৯ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, জোলো দ্বীপের পাতিকুল এলাকায় চারপাশে গাছের মধ্যে পড়ে থাকা বিমানটির ভগ্নাবশেষ আগুন ও ধোঁয়ায় ঢেকে আছে।

এর আগে, রোববার (৪ জুলাই) ফিলিপাইনের সুলু প্রদেশে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। প্রদেশটির জোলো দ্বীপে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল কিরিলিতো সোবেজানা জানান, বিমানটিতে কমপক্ষে ৮৫ জন আরোহী ছিলেন এবং ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অবতরণের সময় বিমানবন্দরের পার্শ্ববর্তী গ্রামে বিধ্বস্ত হয়।

তিনি বলেন, বিধ্বস্ত ওই সামরিক বিমানটি সি-১৩০ মডেলের এবং দুর্ঘটনার পর সেখান থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত বিমানটি সৈন্যদের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের কাজে নিয়োজিত ছিল।

/জেআর/