| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ৫০ হাজার আফগানকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র


৫০ হাজার আফগানকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     27 June, 2021     02:19 PM    


গত ২০ বছর ধরে মার্কিন সামরিক বাহিনীর জন্য কাজ করেছেন, এমন ৫০ হাজার আফগানকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র সরকার।

বিবিসির এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়,  যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় মার্কিন সেনাদের বিভিন্ন কার্যক্রমে যুক্ত ৫০ হাজার আফগান নাগরিককে সরিয়ে নেওয়া হতে পারে। এসব আফগান যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অবস্থান করছে।

জানা যায়, যেসব আফগান দোভাষী যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করেছেন, তারা বর্তমানে তালেবানের প্রতিশোধের শঙ্কায় ভুগছেন। মার্কিন সেনারা দীর্ঘদিন ধরে তাদের সাহায্য নিয়েই অভিযান পরিচালনা করেছে। তাই সেসব আফগানদের রক্ষা করতেই ওয়াশিংটন এমন পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে ১৮ হাজার আফগান যুক্তরাষ্ট্রের ভিসা পেতে আবেদন করেছেন। তবে প্রক্রিয়াটি দীর্ঘ হওয়ায় বিলম্ব ঘটছে। আগামী সেপ্টেম্বরের আগে তাদের অন্যান্য দেশে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। যেখানে তাদের আবেদনগুলো নিরাপদে চূড়ান্ত করা যেতে পারে।

এ ব্যাপারে মুখ খুলেছেন জো বাইডেনও। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যারা আমাদের সহায়তা করেছেন তাদের একা ছেড়ে আসা হবে না। অন্য অনেকের মতো তারাও জীবন বাজি রেখে আমাদের সাহায্য করেছেন। আমরাও তাদেরকে এখানে স্বাগত জানাই।’

মার্কিন সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

/জেআর/