| |
               

মূল পাতা আন্তর্জাতিক ফিলিস্তিনিদের ৫০ মিলিয়ন ডলার সহায়তা আটকে দিলো মার্কিন সিনেটর


ফিলিস্তিনিদের ৫০ মিলিয়ন ডলার সহায়তা আটকে দিলো মার্কিন সিনেটর


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     24 June, 2021     02:33 PM    


আমেরিকা ইহুদিদের স্বার্থ রক্ষায় সব সময়ই অন্যায় সমর্থন জুগিয়ে মুসলিমবিশ্বের কাছে সমালোচিত। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এক সিনেটর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা আটকে দিয়েছে। খবর আল জাজিরার।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, যুদ্ধে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা আটকে দেওয়ার মাধ্যমে গাজা উপত্যকায় ভবন, সড়ক ও নিরাপদ পানি সরবরাহ স্থাপনা নির্মাণ বিলম্বিত হবে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়বে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসী।

মার্কিন কংগ্রেসে পাস হওয়া ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা গত মাসে রিপাবলিকান সিনেটর জেমস রিশ বন্ধের পদক্ষেপ নেন। ২০১৮ সালের একটি আইনকে ব্যবহার করে তিনি এটি আটকে দেন। তিনি দাবি করেন, এই অর্থ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে যাবে না সেটা আগে নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, গত মাসে ১১দিন ব্যাপী অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় গাজায় শত শত ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে। মিশরের সহায়তায় দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

/জেআর/