| |
               

মূল পাতা জাতীয় বনজ, ফলদ ও ভেষজ ৩টি করে গাছ লাগান সবাই : প্রধানমন্ত্রী


বনজ, ফলদ ও ভেষজ ৩টি করে গাছ লাগান সবাই : প্রধানমন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     15 June, 2021     05:44 PM    


সবাইকে বনজ, ফলদ ও ভেষজ মোট ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সবাই ৩টি করে গাছ লাগান; একটি হচ্ছে বনজ, একটা ফলদ ও একটা ভেষজ। কারণ গাছ আপনাদের আর্থিকভাবে মূল্য দেবে, পরিবেশ রক্ষা হবে এবং সেইসঙ্গে পুষ্টির জোগানও দেবে।’

মঙ্গলবার (১৫ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সবার প্রতি এই আহ্বান জানাই আমি।’ আওয়ামী লীগের জনকল্যাণমূলক কাজের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সব সময় আমাদের দেশের কল্যাণে কাজ করে, জাতির কল্যাণে কাজ করে।’ তিনি বলেন, ‘জাতির পিতা আমাদের দেশ স্বাধীন করে দিয়েছেন। আমরা জাতির আদর্শ নিয়েই সব পদক্ষেপ নিয়ে থাকি।’

শেখ হাসিনা বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রতিটি সহযোগী সংগঠন-কৃষকলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীসহ সবার প্রতি আহ্বান জানাবো, মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন প্রত্যেকে অন্তত তিনটি করে গাছ লাগাবেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সবার প্রতি আমার এই আহ্বান থাকবে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, জাতির পিতার আদর্শ নিয়ে এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ আরও সবুজ হোক, আরও সুন্দর হোক এবং আমাদের পরিবেশ যেন ঠিক থাকে।’

সরকার প্রধান বলেন, ‘পরিবেশ এবং প্রতিবেশ ঠিক রেখে এই দেশের সার্বিক উন্নয়ন আমরা করতে চাই। সেই উন্নয়নের জন্যই আমাদের এই পদক্ষেপ।’

বাংলাদেশে বনভূমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে যেখানে আমি ১৯৯৬ সালে দেখেছিলাম মাত্র ৭ শতাংশ বনায়ন ছিল। আজ ২২ শতাংশে উন্নীত হয়েছে। আর তাছাড়া সারাদেশে সামাজিক বনায়ন থেকে শুরু করে মানুষের ঘরে ঘরে বাগান তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘এভাবেই আমাদের বনায়ন যেমন বৃদ্ধি পাবে, পরিবেশও উন্নত হবে। আমাদের প্রতিবেশ সুন্দরভাবে গড়ে উঠবে। সেইসঙ্গে আমাদের দেশটা সারাবিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করবে।’

অনুষ্ঠানে কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম উপস্থিত ছিলেন। এ সময় গণভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল গাছ লাগান।

/জেআর/