| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইসরাইল: উগ্র ইহুদিদের পতাকা মিছিলে নতুন সরকারের সম্মতি


ইসরাইল: উগ্র ইহুদিদের পতাকা মিছিলে নতুন সরকারের সম্মতি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     15 June, 2021     05:26 PM    


উগ্র ইহুদিদের পতাকা মিছিলে অবৈধ রাষ্ট্র ইসরাইলে নতুন দায়িত্ব নেওয়া জোট সরকার সম্মতি দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে,  ইসরাইলি পুলিশ প্রধান ও অন্য নিরাপত্তা কর্মীদের সঙ্গে বৈঠকের পর অনুমোদন দেওয়া হয়। খবর আরব নিউজ-এর।

গতকাল সোমবার (১৪ জুন) এই মিছিলের অনুমোদন দেন ইসরাইলের নতুন জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমের বারলেভ। মঙ্গলবার ইসরাইলি বিভিন্ন উগ্রপন্থী দল এ কথিত পতাকা মিছিলে অংশ নেওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে ফিলিস্তিন এর কড়া প্রতিবাদ জানিয়েছে। হামাস বলছে, এর প্রতিবাদে তারা ‘বিক্ষোভ দিবস’ পালন করবে। এ ব্যাপারে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইশতাইইয়া এক বিবৃতিতে মিছিলের নিন্দা জানিয়ে বলেন, ‘এটি আমাদের জনগণের বিরুদ্ধে উসকানি এবং আমাদের জেরুসালেম ও পবিত্র স্থানের বিরুদ্ধে আগ্রাসন।’

/জেআর/