| |
               

মূল পাতা সারাদেশ শ্রীনগরে গাছে গাছে আম


শ্রীনগরে গাছে গাছে আম


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি     01 June, 2021     03:13 PM    


মুন্সিগঞ্জের শ্রীনগরে আমের ভালো ফলন হয়েছে। ফল ব্যবসায়ীরা এবার  ফলনে খুশি। আবহাওয়া এখনো পর্যন্ত অনুকূলে থাকায় চলতি মৌসুমে উপজেলায় আমের ফলনও এ পর্যন্ত ভালো আছে বলে জানিয়েছেন আমচাষীরা। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে উপজেলার পুরো চাহিদা মেটানো যাবে বলে মনে করছেন তারা।

এলাকার বিস্তীর্ণ মাঠের বাগানগুলোতে শোভা পাচ্ছে নানান জাতের আম। দেশের সেরা আম উৎপাদন করতে চেষ্টার কোনও ঘাটতি নেই আমচাষীদের। চলতি মৌসুমে এই উপজেলায় অনাবৃষ্টির কারণে অনেকটাই বিপাকে পড়েছিলেন আমচাষীরা।

সম্প্রতি সময়ে কয়েক দফায় বৃষ্টি হওয়ায় অনেকটা স্বস্তি বোধ করছেন বাগান মালিকরা। ভালো মানের আম উৎপাদন করার লক্ষ্যে শেষ সময়েও বাগান পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আমচাষীরা।

উপজেলার বাগানগুলোতে আমের গুণগত মান ভালো। প্রাকৃতিক দুর্যোগ হানা না দিলে চলতি মৌসুমে গত বছরের তুলনায় আমের বাম্পার ফলন হবে। এতে আর্থিকভাবে লাভবান হবেন আমচাষীরা।

এ বিষয়ে উপজেলার সাতগাঁও গ্রামের বাগান মালিক আব্বাস বলেন, গত বছরের তুলনায় এ বছর আমার বাগানে প্রায় দ্বিগুণ পরিমাণ আম ধরেছে। আশা করছি, এবার আমের বাম্পার ফলন হবে। দামও বেশি পাওয়া যাবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শান্তনা রানী জানান, চলতি মৌসুমে এ উপজেলার বাগানগুলোতে গুটি আম, গোপালভোগ, রানী পছন্দ, খিরসাপাত, হিমসাগর, নাগফজলী, ল্যাংড়া, ফজলী, আম্রপালী, আশ্বিনা, বারী-৪ এবং ঝিনুক জাতের আম চাষ করছেন চাষীরা। এ বছর বড় আকারের প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় আমের তেমন কোনও ক্ষতি হয়নি। এজন্য ধার্যকৃত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণে আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মুন্সিগঞ্জ শ্রীনগর