| |
               

মূল পাতা আন্তর্জাতিক নাইজেরিয়ায় মাদরাসা থেকে ২০০ শিশুকে অপহরণ


নাইজেরিয়ায় মাদরাসা থেকে ২০০ শিশুকে অপহরণ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     31 May, 2021     01:24 PM    


পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি মাদরাসা থেকে প্রায় ২০০ শিশু অপহরণের শিকার হয়েছে। তবে স্থানীয় সরকার টুইটে জানিয়েছে, ঠিক কতজন শিশুকে অপহরণ করা হয়েছে, সে ব্যাপারে তারা এখনও নিশ্চিত নয়।

রোববার (৩০ মে) নাইজেরিয়ার তেজিনা শহরে একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেছেন, তেজিনা শহরে হামলাকারীরা মোটরসাইকেলে এসে পৌঁছায়। সালিহু টাঙ্কো ইসলামিক স্কুলে তারা গুলিবর্ষণ করে। সেখানকার একজন বাসিন্দা নিহত হন এবং আরও একজন আহত হন। এরপর বন্দুকধারীরা শিশুদের অপহরণ করে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের এক কর্মকর্তা জানান, হামলাকারীরা প্রথমে শতাধিক শিশুকে অপহরণ করে। পরে বয়সে বেশি ছোট হওয়ায় কয়েকটি শিশুকে আবার ফেরত দিয়ে যায়। তাদের বয়স ৪ থেকে ১২ বছরের মধ্যে।

উল্লেখ্য, মুক্তিপণের জন্য অপরাধীরা প্রায়ই এ রকম ঘটনা ঘটাচ্ছে। গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৭৩০ শিক্ষার্থী ও শিশুকে অপহরণ করা হয়েছে।