| |
               

মূল পাতা আন্তর্জাতিক গাজায় পৌঁছেছে ত্রাণ


গাজায় পৌঁছেছে ত্রাণ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     22 May, 2021     12:20 PM    


টানা এগারো দিন ধরে অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর হামলার পর যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে প্রথমবারের মতো ত্রাণ পৌঁছেছে। ত্রাণের মধ্যে রয়েছে খাবার, জ্বালানি ও ওষুধ। এসব ত্রাণ  জাতিসংঘসহ বিভিন্ন সাহায্য সংস্থার তরফ থেকে পাঠানো হয়েছে। জানা গেছে, দফায় দফায় ত্রাণের ট্রাক ঢুকছে গাজায়।

এর আগে, যুদ্ধবিরতি কার্যকরের পর মিসর, গাজা ও ইসরায়েলের সীমান্তের মধ্যকার সংযোগস্থল কেরাম শালোম খুলে দেয় ইসরায়েল। এসব সীমান্ত দিয়েই দেশটিতে প্রবেশ করছে ত্রাণবাহী গাড়ি।

এ ব্যাপারে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলেছে, এই এলাকার এক লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। সেখানকার আট লাখ মানুষ খাবার পানির সংকটে রয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২১ মে) ভোর থেকে ফিলিস্তিন-ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মাধ্যমে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর টানা ১১ দিনের বর্বর বোমা হামলার অবসান হলো। এ যুদ্ধে ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের শত শত বাড়ি ধ্বংস হয়েছে। এসবের পুনর্নির্মাণ কাজ করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে প্রয়োজন কয়েক কোটি মার্কিন ডলার।  গাজার গৃহায়ণ মন্ত্রণালয় জানিয়েছে, ১ হাজার ৮০০ বাড়ি বসবাসের অনুপযোগী হয়েছে। এ ছাড়া এক হাজার বাড়ি ধ্বংস হয়েছে।

টানা এগারো দিনের যুদ্ধে নিহত হয়েছেন আড়াই শর বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও এক হাজারের বেশি মানুষ, যাদের অধিকাংশই গাজা উপত্যকার বাসিন্দা।