| |
               

মূল পাতা উপমহাদেশ দক্ষিণ এশিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করবেন মিয়ানমারের জান্তা


দক্ষিণ এশিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করবেন মিয়ানমারের জান্তা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     18 April, 2021     03:55 PM    


রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতায় আসা মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লাইং দক্ষিণ এশিয়ার নেতাদের সাথে বিশেষ বৈঠক করবেন। জানা গেছে, আগামী সপ্তাহে জাকার্তায় অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান নেশনসের দশটি দেশের নেতাদের সাথে বিশেষ এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (১৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংগ্রাত। তিনি জানান, মিয়ানমারের চলমান সঙ্কট নিয়ে ২৪শে এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়ান নেশনসের দশটি দেশের নেতাদের সাথে বিশেষ এক বৈঠকে অংশ নেবেন হ্লাইং।

অন্যদিকে কারাবন্দী ২৩ হাজার মানুষকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। তবে আটক সাংবাদিককের মুক্তি দেওয়া হবে কি না, এ ব্যাপারে কিছুই জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে, গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যত্থানে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। অং সান সূচিসহ গণতন্ত্রকামী সকল নেতাকে গৃহবন্দী করা হয়। দেশটির মানুষ সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রেখেছেন। বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত মারা গেছেন ৫ শতাধিক মানুষ।
-জেড