| |
               

মূল পাতা আন্তর্জাতিক করোনা বিদায় নিতে এখনও অনেক দেরি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা


করোনা বিদায় নিতে এখনও অনেক দেরি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     13 April, 2021     12:23 PM    


মহামারি করোনাভাইরাস পৃথিবী থেকে বিদায় নিতে এখনও অনেক বাকি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানায়, দ্বিধা এবং আত্মতৃপ্তির মানেই হলো এই ভাইরাস দ্রুত বিদায় হচ্ছে না; তবে এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সোমবার (১২ এপ্রিল) এক ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাসচিব তেদ্রোস আধানম গেব্রেয়েসুস এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারীর বিদায় এখনো অনেক দেরি। কিন্তু আমাদের আশাবাদী হওয়ার অনেক কারণ আছে। গত দুই মাসে সংক্রমণ ও মৃত্যু হ্রাস পাওয়ায় দেখা যায়, এই ভাইরাস এবং ভাইরাসের ভ্যারিয়েন্টগুলো প্রতিরোধ সম্ভব।’

তিনি বলেন, ‘দ্বিধা, আত্মতুষ্টি এবং গণস্বাস্থ্যে নেওয়া পদক্ষেপে অসামঞ্জস্যতার কারণে’ সংক্রমণ ছড়াচ্ছে।

ডব্লিউএইচও মহাসচিব বলেন, ‘কিছু মানুষের মনোভাব দেখা যায় যে, তারা তুলনামূলক তরুণ হওয়ায় কোভিড-১৯ আক্রান্ত হওয়া কোনো বিষয়ই না।’

এ সময় তিনি সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় খুলে দেওয়া ও যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য শুরু করারও আহ্বান জানান।
-জেড